1. live@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ : দৈনিক দেশের কাগজ
  2. info@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

কে এই মাওলানা মাসুম বিল্লাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আপোষহীন  এক সিপাহসালার। আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সংগ্রামী নেতা। অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার গরিব, দুঃখী ও অসহায় সহ আপামর জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব। দ্বীন-ইসলাম ও দেশ-জাতির নেতৃত্ব প্রদানে তার অসাধারণ কর্মপন্থা তাকে স্বতন্ত্র করে তুলেছে। পতিত আওয়ামী শাসনামলে ক্ষমতার ছত্রছায়ায় নির্যাতিত হয়েছেন বারবার। তবুও দেশ জাতি ও ইসলাম রক্ষার আন্দোলনে সামনের সারিতে থেকেই লড়াই করেছেন। গরিব-দুঃখী অসহায় মানুষের বিপদে-আপদে ছুটে গিয়েছেন হর হামেশাই। আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে গর্জে উঠেছেন রাজপথে। জেল-জুলুম আর বুলেটের ভয় ভীতি তাকে টলাতে পারেনি নীতি নৈতিকতা ও আদর্শ থেকে। দেশ জাতি ও রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে থেকেই। কোভিড ১৯-এর ভয়ানক থাবা যখন পুরো পৃথিবীকে বিধ্বস্ত করেছিল তখন তিনি অভয়নগরের গণমানুষের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আলেম-ওলামা, দ্বীনদার অসহায় সকল মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন তাদের বেঁচে থাকার সামান্য উপকরণ। করোনা আক্রান্ত রোগীদের ধারে কাছেও যখন তাদের প্রিয়তম আত্মীয়-স্বজন যাওয়ার সাহস করেনি তখনও তিনি জীবন বাজি রেখে সর্বপ্রথম কাফন দাফন টিমের ঘোষণা প্রদান করতঃ মুসলিম ও অমুসলিম সহ মৃত্যুবরণকারী সকলের শেষ বিদায়ের ব্যবস্থা করেন। যেকোনো দ্বীনী আন্দোলনে তাঁর ভূমিকা প্রশ্নাতীত। প্রশাসন থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত তাঁর ডাকের অপেক্ষায় থাকে। অসহায় দরিদ্র মানুষের খবরাখবর নেওয়া, তাদের প্রয়োজন পূরণে স্বরব ভূমিকা পালন করা তাঁর দৈনন্দিন কর্মচিত্রের অন্যতম। কোরবানির সময় আলেম উলামা ও অসহায় মানুষের বাসায় গোশত পৌঁছে দেওয়া তাঁর অন্যতম কার্যক্রম। বন্যা কবলিত ও দুর্যোগে পতিত বিভিন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছে দেয়ার ক্ষেত্রে তাঁর যোগ্য নেতৃত্ব ও সাহসী ভূমিকা প্রশংসনীয়। ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের পর অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়িঘর ও তাদের ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা বিধানে তাঁর বিরামহীন ছুটে চলা চোখে পড়ার মত। অভয়নগরের বিভিন্ন অমুসলিম জনপদে নিজে ঘুরে ঘুরে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। অসুবিধা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছেন। সমাজের সর্ব মহলেই রয়েছে তাঁর ব্যাপক সুপরিচিতি ও গ্রহণযোগ্যতা। একাধারে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের (স্কুল+মাদরাসা) পরিচালক, মসজিদের ইমাম, মুহাদ্দিস, সুবক্তা, সংগঠক, লেখক, সামাজিক ও দ্বীনী বিভিন্ন সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব প্রদানকারী। আদর্শ নাগরিক গড়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান একাধিক কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের” অন্যতম শুরা সদস্য। খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহকারী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, আল্লামা মামুনুল হক দা. বা. এর নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক, অভয়নগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, মাদরাসা ইহ্ইয়াউল উলূম আল-ইসলামিয়া (উলামানগর মাদরাসা) নওয়াপাড়ার প্রিন্সিপাল, সওতুল হেরা আয়েশা সিদ্দিকা বালিকা মাদরাসা নওয়াপাড়ার মুহতামিম, জামিয়া ইসলামিয়া আমেনা কওমী মহিলা মাদরাসা নওয়াপাড়ার সাবেক পরিচালক, কওমী ইসলামিক স্কুল নওয়াপাড়ার অধ্যক্ষ, দ্বীনিয়াত একাডেমী ও আস-সুফফা বয়স্ক মাদরাসার পরিচালক, নওয়াপাড়া বাজার হাইস্কুল গেট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আবু লুবাবা হজ্ব প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, শাহ হাকিম মুহাম্মদ আখতার করাচী হযরতের বিশিষ্ট খলিফা হযরত মাওলানা ইসমাইল পীর সাহেব কিশোরগঞ্জের অন্যতম খলিফা, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর বিশিষ্ট সাগরেদ ও বিশ্বস্ত সহকর্মী, হযরত মাওলানা আনযার শাহ্ কাশ্মীরীর বিশেষ সনদপ্রাপ্ত।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লামা মামুনুল হক ঘোষিত ৮৮ যশোর ৪ আসনে রিকশা মার্কায় সংসদ সদস্য মনোনীত প্রার্থী।

 

আসুন অভয়নগর ও বাঘারপাড়া আসনে আমরা সকলে মিলে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা, ইনসাফপূর্ণ, চাঁদাবাজ ও টেন্ডার মুক্ত খেলাফতের সমাজ ব্যবস্থা গঠনে মাওলানা মাসুম বিল্লাহ কে সমর্থন দিয়ে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট