1. live@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ : দৈনিক দেশের কাগজ
  2. info@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গী থেকে গুম হওয়া ইমাম পঞ্চগড় সীমান্তে উদ্ধার- ভা/রতে পাচার করাই ই/স/ক/নের উদ্দেশ্য ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার মাদ্রাসায় ক্রিকেট চালুর উদ্যোগ ইসলামী শিক্ষা ও সংস্কৃতির পরিপন্থী- বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেনাপোল কাস্টমস সুপার ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরলেন দুদক নর্থ সাউথ ছাত্র কর্তৃক কুরআন অবমাননার কঠিনতম বিচার চাই-খেলাফত যুব মজলিস স্বামীর লা’শ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট যশোরে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মাওলানা ফারুকী আইসিইউতে- দেশবাসীর কাছে দুআর আবেদন কর্মীদের প্রতি মাওঃ মামুনুল হকের বিশেষ নির্দেশনা চায়নাতে মাওঃ ইনামুল হাসান ফারুকীর চিকিৎসা শুরু হয়েছে।

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

‘আমার তিনটা মেয়ে, একটাই ছেলে—ওকে এমনভাবে কে মারল?’ মা-বাবার আহাজারি।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা উরফে হানযালা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মতিয়ার শেখের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি তোলা হয়।

স্থানীয়রা জানান, মতিয়ার শেখের স্ত্রী হাঁস আনতে গিয়ে পুকুরের পানিতে ভাসমান একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর দেওয়া হয় পুলিশে।

রাত আটটার দিকে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তাটি টেনে তীরে তুলে বস্তা খুলে ভেতরের দেহ বের করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন— দেহটি আংশিক গলে যাওয়া (অর্ধগলিত) অবস্থায় ছিল এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া গেছে, যা লাশ ডুবিয়ে রাখার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনো দৈব ঘটনা নয়— বরং পরিকল্পিত হত্যা কাণ্ড।

নিহতআমির হামজা উরফে( হানযালা) চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার জামাতখানার দ্বিতীয় জামাতের ছাত্র। মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন,

“রোববার আছরের নামাজের পর হানযালা রুম থেকে কিছু নিয়ে বের হয়, এরপর আর দেখা মেলেনি। আমরা দুই দিন ধরে মাইকিং করেছি—কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।”

নিহতের বাবা শুকুরহাটা গ্রামের সাইরুদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“আমার মাসুম বাচ্চার কি এমন দোষ করল যে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো? আমার তিনটা মেয়ে, একটাই ছেলে—হানযালা। আমি খুনিদের বিচারের দাবি জানাই।”

সাইরুদ্দিন জানিয়েছেন, রোববার বিকেল থেকেই তার ছেলে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি সোমবার (২০ অক্টোবর) আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। বস্তাবন্দি লাশ উদ্ধারের খবর পেয়ে সাইরুদ্দিন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন,

“লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা কাণ্ড। সম্ভবত অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট