টঙ্গী থেকে গুম হওয়া ইমাম পঞ্চগড় সীমান্তে উদ্ধার- তাকে ভারতে পাচার করাই ইস/কনের উদ্দেশ্য ছিলো
গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার ওয়ার্ড নং-৪৭, টি.এন্ড.টি বাজার সংলগ্ন এলাকার ইমাম মাওলানা মহিব্বুল্লাহ গত ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকালে নিখোঁজ হন। প্রায় পাঁচ মাস আগে জুম্মার বয়ানে তিনি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে মুসল্লিদের সতর্ক করেন।
বক্তব্যের পর থেকে ইসকনপন্থীদের পক্ষ থেকে তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়—
তাদের দাবির মধ্যে ছিল ইসলামবিরোধী বক্তব্য প্রচার ও ইসকন নেতাদের জামিনের পক্ষে কথা বলা। এসব দাবিতে সাড়া না দেওয়ায় তাঁর উপর একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।
এরপর গত ২১ অক্টোবর ২০২৫ ইং একটি চিঠির মাধ্যমে তাঁকে গুম ও হত্যার হুমকি দেওয়া হয়।
পরদিন সকাল ৭টার দিকে তিনি হাঁটতে বের হলে আর ফেরেননি। পরিবারের পক্ষ থেকে এলাকাজুড়ে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে ২৩ অক্টোবর ২০২৫ ইং সকালে, পঞ্চগড় জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় হ্যালিপ্যাড বাজারের পাশে লোহার শিকল দিয়ে অজ্ঞান বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পঞ্চগড় সদর হাসপাতালের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও এলাকাবাসী এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।