1. live@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ : দৈনিক দেশের কাগজ
  2. info@www.dailydesherkagoj.com : দৈনিক দেশের কাগজ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

ডাকসু নির্বাচন আগামী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে- শরীফ মুহাম্মাদ

শহীদুল্লাহ কাসেমী
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ডাকসুতে যা ঘটলো, আগামী সময়ে এর বহুমাত্রিক প্রভাব রাজনীতিতে দেখা দিতে পারে; ইতিবাচক এবং নেতিবাচক। জাতীয় নির্বাচনে ভোটের হিসাব-নিকাশ এবং সম্ভাবনার অনেক নতুন চিত্র দাঁড়াতে পারে। বামপন্থা এবং প্রভাবশালী মহলের বাম ও ভারতপন্থার প্রতি দুর্বলতার সঙ্গে নতুন জেদ যুক্ত হতে পারে। তাদের অনেকের মধ্যে ভাঙ্গনও দেখা দিতে পারে। রাজনীতি ও জোটে অনেক রকম নতুন মেরুকরণ সামনে আসতে পারে।

 

গতকাল দেখেছিলাম, একদল স্লোগান দিচ্ছিল, ‘রাজাকারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’। এ জাতীয় স্লোগান সম্পূর্ণভাবে ভারতপন্থা ও ফ্যাসিবাদ-পন্থার প্রতি আত্মসমর্পণ। এটা শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও ফজলুর রহমানদের মুখের ভাষা হতে পারে, জনপ্রিয় কোনো জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের ভাষা হতে পারে না। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে (তাদের যে বয়স ও স্তর) রাজাকার থাকার কোনো সম্ভাবনা আদৌ আছে কি? খুবই আশ্চর্য হয়েছি।

 

শঙ্কা ও সতর্কতার বিষয় হলো, ডাকসুর এই ফলাফল শুধু পরাজিতদেরই মন খারাপ করবে না, করবে বিগত ফ্যাসিবাদী শক্তির, নতুন সম্ভাব্য শক্তির, প্রভাবশালী মিডিয়ার, প্রতিবেশী বড় দেশের এবং প্রভাবশালী বিদেশী কূটনীতিকদের। এর ফলে অনেক নতুন হিসাব-নিকাশ ও বন্দোবস্ত দাঁড় করানো হবে। অনেক কিছুর স্বাভাবিক গতিপ্রবাহকে থামানোর উদ্যোগ নেওয়া হবে। কথায় আছে, বেশি ভালো ভালো না। এ কারণেই জোটবদ্ধ শত্রুতা ও আরোপিত জটিলতা তৈরির ব্যাপক আশঙ্কা তৈরি হবে। এই শত্রুতার শিকার হতে পারে রাজনীতি ও মাঠে ময়দানে ব্যাপকভাবে ধর্মপন্থার সব মহল ও বলয়। অপরদিকে ডাকসু বিজয়ী ছাত্র সংগঠনটির মূল সংগঠনের মধ্যেও দেখা দিতে পারে বাড়তি অহং এবং সর্বনাশা একলাচলার নীতি। এতে তাদের জন্য নতুন সংকট সামনে আসবে। সবপক্ষের হুশ এবং বিনয়ী পথচলাই এখন গুরুত্বপূর্ণ।

 

আবার ঠিক উল্টোটাও ঘটতে পারে, যদি আত্ম বিশ্লেষণ ও মূল্যায়ন এবং শুদ্ধিমূলক হিসাব নিকাশে বসার উদ্যোগ নেয় বড় ও মাঝারি দলগুলো। আল্লাহ তাআলা এইসব পরিস্থিতির ভালোটা দান করুন, মন্দ ও অস্থিরতা থেকে দেশকে হেফাজত করুন।

 

বিশিষ্ট আলেম লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মাদ সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট