গত (১৫ সেপ্টেম্বর ২৫’ ঈ) সোমবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার “মজলিসে আমেলা” সদস্যদের নিয়ে “দায়িত্বশীল তারবিয়াহ মজলিস” অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আনওয়ার হুসাইন রিয়াদের পরিচালনায়, দারসুল কুরআন পেশ করেন-বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম।
আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মাহদী হাসান।
দায়িত্বশীল তারবিয়াহ মজলিসে, প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।