আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব দুরারোগ্য ব্যাধি চিকিৎসার জন্য চয়নায় পৌঁছেছেন এমনটি তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে জানিয়েছেন।
আলহামদুলিল্লাহ সহিসালামতে এয়ারপোর্ট পৌঁছে সরাসরি হাসপাতালে চলে এসেছি,এখানে আসার পর সাথে সাথেই আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক পরিক্ষা নিরিক্ষা শুরু হয়েছে।
এই চিকিৎসা সফরে মুহতারাম MD Mashiur Rahman সাহেব আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ পাওয়া।
ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে চায়না এয়ারপোর্ট সব যায়গায় উনার অভিজ্ঞতা আমাদের অনেক উপকার হয়েছে,বিশেষ করে ভিন দেশের ভিন্ন ভাষার ডাক্তারদেরকে আমার দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার লম্বা হিস্ট্রি বর্ণনা করে দেয়া…সর্ব বিষয়ে অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ।
সবার কাছে দোয়ার মোহতাজ যাতে ভালো ভাবে চিকিৎসাটা শুরু করতে পারি।