আজ ভাঙ্গা-ঢাকা মহাসড়ক দীর্ঘ ১২ ঘন্টা বন্ধ। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আন্দোলনের নামে এভাবে দীর্ঘ সময় রাস্তা ঘাট বন্ধ রাখায়।
প্রতিবাদ করবেন ঠিক আছে কিন্তু তাই বলে এভাবে মানুষের চলাচল বন্ধ করে এটা কোন ধরনের প্রতিবাদ?তাও আবার দীর্ঘ ১২ ঘন্টা প্লাস এখনো চলোমান এটা।হাজার হাজার গাড়ি অবরুদ্ধ করে এভাবে আটকিয়ে রেখেছে আন্দোলনকারীরা। কোন যাত্রি ভাঙ্গা থেকে নেমে হেটে হাটে ৫ কিলোমিটার পাড়ি দিতে যাচ্ছে কিন্তু আন্দোলনকারীরা সেই যাত্রিদের হাত থেকে মালামাল কেড়ে নিচ্ছে।মুলকথা মানুষের স্বাভাবিক জীবন চলাচল বিগ্ন ঘটানোটায় মনে হচ্ছে তাদের আসল উদ্দেশ্য।
এবং অবাক করার বিষয় হলো হাজার হাজার জান অবরুদ্ধ থাকলেও প্রশাসনের নিরব ভূমিকা লক্ষ্য করা হচ্ছে। লক্ষ্যাধিক মানুষ আটকে আছে এখনও পর্যন্ত।