শাপলায় শহীদ হাফেজ নান্নুর স্ত্রীর ইন্তেকাল
মুহাম্মাদ সাজিদ/দৈনিক দেশের কাগজ
২০১৩ সালের ঐতিহাসিক শাপলা চত্বরের গণহত্যায় শাহাদাতবরণকারী হাফেজ মাওলানা মোয়াজ্জেমুল হক নান্নু রহ.-এর সহধর্মিণী আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজায় শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন অংশগ্রহণ করেন। তিনি স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হকের প্রতিনিধি হিসেবে জানাজায় উপস্থিত থেকে জানাজা-পূর্ব জমায়েতে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন— শাপলার গণহত্যায় যারা শাহাদাতবরণ করেছেন, তাদের পরিবার সবসময় শাপলা স্মৃতি সংসদের সাপোর্টে থাকবে, ইনশাআল্লাহ। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় তিনি আরও বলেন, শহীদদের স্মরণ রাখা ও তাদের পরিবারকে সহযোগিতা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
এসময় আরো উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের স্বেচ্ছাসেবক টিমের যশোর প্রতিনিধি মুফতী শহীদুল্লাহ কাসেমী, উনাইস মুহাম্মাদ সাজিদ ও মিরাজুল হক ।