মাওলানা ইনাম কে ১০ লক্ষ টাকা প্রদান করে হাফেজ্জী চ্যারিটি ফাউন্ডেশন
দেশের আপোষহীন আলেমে হক, সকলের প্রাণপ্রিয় রাহবার হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহ. এর খাদেম, কারানির্যাতিত মাওলানা ইনাম ফারুকী ক্যান্সারের কঠিন যুদ্ধে লড়ছেন। তাঁর চিকিৎসার জন্য বিদেশে (চীন) রওনা দেওয়ার প্রাক্কালে টিম হাফেজ্জী তাকে নগদ অর্থ প্রদান করে।
নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, আল্লাহর অশেষ রহমতে ও বড়দের দোয়া–দিকনির্দেশনায় টিম হাফেজ্জী থেকে আজ ১০ লক্ষ টাকা চিকিৎসার সহযোগিতা হিসেবে তাঁকে সহযোগিতা প্রদান করা হয়।
সে-সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি আল্লামা মাহফুজুল হক হাফিঃ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি হাফিঃ, উপদেষ্টা মুফতি রিজওয়ান রফিকি হাফিঃ এবং সংস্থার দায়িত্ববানরা!
পরবর্তীতে চিনে যাবার পর চিকিৎসা সহযোগিতায় তাঁর যদি আরো অর্থের প্রয়োজন হয় তারা পাশে থাকবে বলেও জানান।
আরো বলেন, উনার চিনের ভিসাটা যাতে উনি দ্রুত পান আমরা টিম হাফেজ্জী সহ সবাই এই বিষয়ে খুব চেষ্টা করছে এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
Hafezzi Charitable Society Of Bangladesh
www.hcsb.org.bd