- দুদক কর্মকর্তারা গতকাল যশোর সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে যে সব অনিয়ম খুঁজে পেয়েছেন তা নিন্মরুপ
১. রোগী প্রতি ২০০গ্রাম ভাত দেয়ার নির্দেশনা থাকলেও পরিমাণে কম দেয়া হচ্ছে।
২. খাবার রান্নায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে ।
৩. অ-অনুমোদিত ব্যক্তি প্লাস্টার করে ৪০০-৫০০ টাকা নিচ্ছেন ।
৪. হাসপাতালের স্টকে স্যালাইন থাকা সত্ত্বেও বাইরে থেকে রোগীদেরকে স্যালাইন কিনতে বলা হচ্ছে।
৫. সকালের নাস্তায় পাউরুটি কলা সবই নিম্নমানের।

এছাড়াও রোগী এবং রোগীর স্বজনদের এবং স্থানীয়দের সাথে কথা বলে দুদক কর্মকর্তারা আরো অনেক অভিযোগের সত্যতা পেয়েছেন।
দুদকের এ ধরনের পদক্ষেপকে রোগী, রোগী স্বজনেরা এবং স্থানীয়রা স্বাগত জানিয়েছেন, এবং এমন অভিযান নিয়মিত পরিচালনা করার জন্য অনুরোধ করেছেন।
খুব দ্রুত উক্ত অনিয়মগুলি সমাধান করা হবে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক দুদুক কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন